মোঃ সাজ উদ্দিন,সিলেট প্রতিনিধিঃ সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ০৩ শত ৭৮ বোতল ফেনসিডিল সহ নাম্বার বিহিন টোকেন পরিচালিত সিএনজি (অটোরিক্সা) অপর একটি অভিযানে ০২ কেজি গাঁজা সহ ০১ জনকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১৫ অক্টোবর শনিবার দিবাগত রাত সাড়ে ০৯ টায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের সম্মুখে চেক পোষ্ট বসিয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদের নেতৃত্বে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মুহিবুল অভিযান পরিচালনা করেন৷ এসময় জৈন্তাপুর সীমান্ত পথে দিয়ে ভারত হতে নিয়ে আসা সিলেটগামী নাম্বার বিহীন টোকেন পরিচালিত একটি সিএনজি (অটোরিক্সা) সিগন্যাল দেওয়ার প্রাক্ষালে চতুর মাদক ব্যবসায়ী ও সিএনজি চালক পুলিশের চেক পোষ্ট দেখে সিলেট তামাবিল মহাসড়কের উপর সিএনজি (অটোরিক্সা) সহ ফেনসিডিলের চালান ফেলে পালিয়ে যায়৷
পুলিশ এগিয়ে এসে সিএনজি (অটোরিক্সা) ফেনসিডিল ভর্তি দুটি বস্তা উদ্ধার করে এবং মাদক বহনকারী নাম্বার বিহীন সিএনজি (অটোরিক্সা) জব্দ করে থানায় নিয়ে যায়৷
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা গোয়াবাড়ী গ্রামে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মুহিবুল অভিযান পরিচালনা করে ০২ কেজি গাঁজা সহ ০১ জনকে আটক করে৷ আটক গাজা ব্যবসায়ী হলো উপজেলার গোয়াবাড়ী গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে জয়দুল হোসেন রিমাল (২০)৷
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স্যারের নির্দেশনায় চোরাচালান রোধ এবং মাদক নির্মূলে অভিযান পরিচালনা করে ০৩ শত ৭৮ বোতল ফেনসিডিল এবং পৃথক আরেকটি অভিযানে ০২ কেজি গাজা সহ ০১ জনকে আটক করা হয়৷ এছাড়া শনিবার দুপুরে আরেকটি অভিযান করে ০৬ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় চেতনানাশক ইনজেকশন সহ ০২ জন চোরাকারবারীকে আটক করা হয়। তাদেরকে ১৬ অক্টোবর রবিবার মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.