রাকিব হোসেন,ঢাকা জেলা প্রতিনিধিঃ মহিব আব্দুর রহমান বাংলাদেশের বংশদ্ভূত ব্রিটিশ নাগরিক।তার পিতা ও মাতা বাংলাদেশের সন্তান। মহিব আব্দুর রহমান জন্মগ্রহণ করেন লন্ডনে। তিনি প্রতি বছর বাংলাদেশের টানে ছুটে আসেন। প্রকৃতির প্রতি ভালোবাসা, বাংলাদেশ তার পিতৃভূমি হওয়ায় তার মনের মধ্যে সব সময় বাংলাদেশের কথা বার বার মনে পড়ে।প্রতি বছরের ন্যায় এবারো তিনি গত ২১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত অবস্থান করেন বাংলাদেশের মাটিতে।বাংলাদেশের বিভিন্ন জেলার মনোমুগ্ধকর, ঐতিহাসিক স্থাপনাসহ পর্যটকদের মুখরিত জায়গা গুলো ভ্রমণ করেন।
তিনি বাংলাদেশের বিখ্যাত, বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ভ্রমণ করেন।এছাড়াও , মহেশখালী দ্বীপ, চকরিয়া,লামা, আলীকদম,থানচি,তোমা টঙ্গী, নীলগিরি, আম্পু পাড়া/স্কুল,চিম্বুক পাহাড়,সরম পাড়া (বউম গ্রাম),বান্দরবান, কাপ্তাই,রাঙ্গামাটি (ঝুলন্ত সেতু),মহালছড়ি,খাগড়াছড়িতে আনারস বাগান,আলুটিলা তরঙ্গ,খাগড়াছড়ি শহর,চট্টগ্রাম শহরসহ বিভিন্ন পর্যটনস্থাপনা ঘুরেন।
পর্যটক মহিব আব্দুর রহমান এর কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন,আমি লন্ডনে জন্ম গ্রহণ করলেও আমার মন বাংলাদেশ থাকে সব সময় কারণ বাংলাদেশ আমার পিতৃভূমি। পিতা -মাতার জন্মস্থান অসাধারণ সুন্দর, প্রকৃতির লীলাভূমি আমাকে মুগ্ধ করেছে।বাংলাদেশ যে পর্যটন স্থানগুলো যে এত সুন্দর তা আমি আগে জানতাম না।তাই সিদ্ধান্ত নিয়েছিলাম বাংলাদেশের সব পর্যটন স্থানগুলো ঘুরে দেখবো।
তিনি আরোও বলেন,বাংলাদেশ পর্যটন স্থানগুলো অপার সম্ভাবনাময় শিল্প, সরকারের উচিত এখাতে নজর দেয়া ফলে সুযোগ সুবিধা ভালো হলে আন্তর্জাতিক পর্যটকদের দ্বারা মুখরিত হবে বাংলাদেশের ঐতিহাসিক স্থানগুলো।
মহিব আব্দুর রহমানই প্রথম যে বাইক দিয়ে বাংলাদেশের পর্যটনখাতগুলো ভ্রমণ করে রেকর্ড করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.