এস.এম.বিপু রায়হান,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে পুলিশের মাইক্রোবাসে হামলা চালিয়ে ওয়াকিটকি, হ্যান্ডকাপ, পুলিশের পোশাক, মোবাইল ও নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনায় ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া পুলিশের মালামাল। ঘটনার ৭২ ঘন্টার মধ্যেই ছিনতাইকারীদের গ্রেফতার করার দাবি করে প্রথমিকভাবে ঘটনার সাথে জড়িত থাকার কথা শিকার করেছে বলে জানায় পুলিশ। আজ দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল তার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জনান। আটকৃতরা হলো, জেলার রায়পুর উত্তরপাড়া মহল্লার আব্দুল লতিফ খানের ছেলে তুষার আহমেদ, চরমালশাপাড়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে আব্দুল লতিফ খান, পূর্ব মোহনপুর গ্রামের বাবু কসাইয়ের ছেলে ইনামুল হক আশিক, সয়াধানগড়া গ্রামের কিচমত আলীর ছেলে আব্দুল সোতালেব, চক শিয়ালকোল গ্রামের ফটিক শেখের ছেলে সোহেল রানা এবং চন্ডিদাসগাতী গ্রামের ভাড়াটিয়া ব্রাহ্মনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মরিচাকান্দি গ্রামের নুরু মিয়ার ছেলে ওয়াজেদ আলী।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর সোনাতলা থানা পুলিশের একটি দল মাইক্রোবাসে করে এক অপহৃত স্কুল শিক্ষার্থীকে উদ্ধার শেষে ঢাকা থেকে এসআই আব্দুল খালেকের নেতৃত্বে বুধবার রাতে সোনাতলার উদ্দেশ্যে যাত্রা করে। রাত আড়াইটার দিকে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় পৌঁছালে পাথর ছুড়ে তাদের মাইক্রোবাসের গতিরোধ করে ছিনতাইকারী দল। ওই সময় মাইক্রোবাসের গøাস ভেঙে গেলে চালক গাড়ী থামিয়ে দেন। এরপর ছিনতাইকারীরা তাদের কাছ থেকে ওয়াকি টকি, হ্যান্ডকাপ, পুলিশের পোশাক, নগদ অর্থ ও দুটি মোবাইল ছিনিয়ে নেয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.