জার্মান আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে বার্লিনে ইউরোপীয় নেতাদের মিলন মেলা।
জার্মান আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ উপলক্ষে রাজধানী বার্লিনে সর্ব ইউরোপিয়ান আওয়ামী নেতৃবৃন্দের মিলনমেলা বসেছে।
আজ রবিবার ১৬ অক্টোবর রাজধানী বার্লিনে বহুল প্রত্যাশিত এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মলনে অংশ নিতে দুদিন আগ থেকে ফ্রান্স, ডেনমার্ক, ইংল্যান্ড, ইতালি, নেদারল্যান্ড, স্পেন, ফিনল্যান্ড, বেলজিয়াম, অষ্টীয়াসহ ইউরোপের বিভিন্ন দেশ এবং জার্মানির বিভিন্ন প্রদেশ থেকে আওয়ামী লীগের নেতারা বার্লিনে জড়ো হয়েছেন।
উল্লেখ্য গত ১লা সেপ্টেম্বর জার্মান আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজান আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সাক্ষাৎকালে তিনি মিজানকে বার্লিনে জার্মান আওয়ামী লীগের সম্মেলন করার নির্দেশ দেন।
এ ব্যপারে মিজানুর রহমান মিজান বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যে নির্দেশ দিয়েছেন, তিনি তা যথাযত ভাবে পালন করবেন এবং সকল প্রকার ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে একটি সুন্দর কমিটি উপহার দিবেন।
তিনি আশা করেন, জার্মান আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকল প্রকার দ্বিধা দ্বন্দ্ব ভূলে দলীয় প্রধান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মান্য করে ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিবেন এবং সম্মেলনের মাধ্যমে যারা আগামী দিনে জার্মান আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, তারা দলকে সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।
এব্যাপারে ফ্রান্স আওয়ামী লীগের ১নং যুগ্ন সাধারণ সম্পাদক আকিল ইব্রাহিম আমাদের ফ্রান্স প্রতিনিধি কে জানান: আমরা শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, দেশের বাহিরে থেকেও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছি, এবং জার্মান এর সম্মেলন সফল করার লক্ষে আমরা ফ্রান্স আওয়ামী লীগ এর পক্ষ থেকে জার্মান এসেছি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.