লিপন খান,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২ উদযাপিত হয়েছে।"হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই, বর্জের পরিশোধন, নিশ্চিত হবে টেকশই স্যানিটেশন”এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ অক্টোবর জেলা প্রশাসক কিশোরগঞ্জ কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে হাত ধোয়া প্রদর্শনের পরে শহরে বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে কিশোরগঞ্জ কালেক্টর সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসের কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: মাহবুবুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম,জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এড.এম এ আফজল,অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোস্তফা,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার, সহকারী প্রকৌশলী মো. আবু জাকারিয়া, মো. আমিনুর রহমান ভূঞা, মোহাম্মদ নাসিরউদ্দিন, প্রাক্কলিক মোঃ রবিউল আউয়াল অপু প্রমুখ। বিশ্ব হাতধোয়া দিবস বিশ্ব ব্যাপী জনসচেতনতা তৈরি ও উদ্বুদ্ধ করনের জন্য চালানো একটি প্রচারণামূলক দিবস। প্রতি বছর ১৫ অক্টোবর তারিখে বিশ্ব ব্যাপী এটি পালিত হয়ে থাকে।জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরী করার উদ্দেশ্যে এই দিবসটি পালিত হয়ে থাকে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.