শেখ শাহরিয়ার হোসেন,জবি প্রতিনিধিঃ শিক্ষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য ভারতের ‘টিচার এডুকেশন ফাউন্ডেশন' এর পক্ষ থেকে ‘ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর এরুডাইট স্কলার ২০২২’ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল (জবি) এর আবাসিক শিক্ষক অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার।
ভারতের তামিল নাডুর শ্রী আইয়াপ্পা কলেজ ফর উইমেন, নাগেরকইলে শুক্রবার ও শনিবার (১৪-১৫ অক্টোবর) শ্রী আইয়াপ্পা রিসার্চ ফোরাম কর্তৃক আয়োজিত ‘ইকো-সাইকোলজি: এ্যা সিলভার লাইন ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক ইন্টারন্যাশনাল মাল্টিডিসিপ্লিনারি কনফারেন্স অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ থেকে তিনিই প্রথম মহিলা যিনি এই সম্মাননা পুরষ্কার পেয়েছেন। অনুষ্ঠানে তিনি প্রধান রিসোর্স পার্সন হিসেবে বক্তৃতা প্রদান করেছেন।
এই পুরষ্কার প্রাপ্তির বিষয়ে তিনি বলেন, আমি যখনই কোনো পুরষ্কার পাই সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামও জড়িয়ে থাকে। এসকল প্রাপ্তিতে জবিকে নিজের বড় একটা গাইডলাইন মনে করি। আমিও খুব খুশি হই যখন এই বিশ্ববিদ্যালয়কে কিছু দিতে পারি।
এছাড়াও ড. প্রতিভা ইন্টারন্যাশনাল সাইন্টিস্ট অর্গানাইজেশন 'ভিডিগুড' এর পক্ষ থেকে ‘ওম্যান রিসার্চার অ্যাওয়ার্ড’ পেয়েছেন। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে অবদানের জন্য এর আগেও তিনি বিভিন্ন সম্মাননা পেয়েছেন। এ সাফল্য তিনি তাঁর স্বর্গীয় পিতামাতাকে উৎসর্গ করেছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.