কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১১নং ওয়ার্ডে সদস্য হিসেবে বিজয়ী হয়েছেন আপ্তাব আলী কালা মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শাহ মোহাম্মদ জামাল উদ্দিন।
১৭ অক্টোবর (রবিবার) কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন ও গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও, তোয়াকুল ও রুস্তমপুর ইউনিয়নের ১২০টি ভোটের মধ্যে ১১৮টি ভোট কাস্ট হয়। এর মধ্যে আপ্তাব আলী কালা মিয়া অটোরিকশা প্রতিকে পেয়েছেন ৭২ ভোট এবং টিউবওয়েল প্রতিকে ৪৬ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন শাহ মোহাম্মদ জামাল উদ্দিন। আর বৈদ্যুতিক পাখা নিয়ে মোঃ শামসুউদ্দীন কোন ভোট পাননি।
কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি উচ্চ বিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার লুৎফর ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.