বিলালুর রহমান,জৈন্তাপুর,সিলেটঃ সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডে (জৈন্তাপুরে) সদস্য পদে চমক দেখিয়ে মোঃ শাহজাহান আহমদ বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি টিউবওয়েল প্রতীক নিয়ে ৫৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি'র মধ্যে মুহিবুল হক মুহিব (তালা) প্রতীকে ৪৯ ভোট এবং নুরুল আমীন( অটোরিকশা) প্রতীকে ১২ ভোট পেয়েছেন।
এই ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনে সদস্য পদে তসলিমা বেগম (বই) প্রতীকে ১৮ ভোট, তামান্না আক্তার হেনা ( দোয়াত) কলম ৫৪ ভোট, মরিয়ম বেগম (মইক)১৭ ভোট, রাহিমা বেগম চম্পা ( হরিণ) ২৩ ভোট,সুমি বেগম ( ফুটবল) ভোট প্রতীকে ৫ পেয়েছেন।
গত ১৭ অক্টোবর সোমবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত ।
উৎসব মুখোর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ কেন্দ্র ১২০ ভোটের মধ্যে ১১৭টি ভোট কাস্টিং হয়েছে। মামলা জটিলতার কারনে ৩জন ভোটার উপস্থিত হতে পারেন নাই ।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝন্টু চন্দ্র সরকার।
তিনি জানান, সকাল থেকে শুরু হওয়া ভোট গ্রহণ ইভিএম পদ্ধতি'র মাধ্যমে ও সুন্দর পরিবেশ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
এদিকে নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী অফিসার
আল বশিরুল ইসলাম, উপজেলা পরিষদের
ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান পলিনা রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার
(কানাইঘাট সার্কেল) আব্দুল করিম, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, জৈন্তাপুর প্রবাসী গ্রুপের গ্রুপ উপ-নেতা রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.