হেলাল হোসেন কবিরঃ অসম্প্রদায়িক মানবিকসমাজ বিনির্মাণ আমাদের অন্যতম লক্ষ্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সমসাময়িক প্রেক্ষিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর (রবিবার) বিকাল ৩:৩০ ঘটিকায় লালমনিরহাট এয়ারপোর্ট রোড সংলগ্ন মাটির মায়া মতিয়ার স্মৃতি মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল লালমনিরহাট জেলা কমিটির
আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. ময়জুল ইসলাম ময়েজের সঞ্চালনায় ও সহসভাপতি মনছুর আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল।
সেখানে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল লালমনিরহাট জেলা কমিটির প্রচার ও গণমাধ্যম সম্পাদক হেলাল হোসেন কবির, যুগ্ম সম্পাদক এ্যাড. ইকবাল হোসেন মামুন, সদস্য ডাঃ আশিক ইকবাল মিলন, স্বপ্নাজামান, মাখন লাল দাস, এ্যাড. চিত্ত রঞ্জন রায় মন্টু, মায়ের তরীর সভাপতি প্রদীপ কুমার রায়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির লালমনিরহাট জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম অপু প্রমূখ।
এ সময় কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ মনীর তম্ময়সহ
বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.