মোঃ কামাল হোসেন খাঁন,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর ঝিনাইদহ ডিভিশনের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর), বেলা ১১ টার দিকে মেহেরপুরের গাংনীতে হাজী রিয়াজ উদ্দীন কমপ্লেক্সের ৩য় তলায় মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর মেহেরপুর সার্ভিস সেন্টারের আওতাধীন গাংনী জোনাল অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স, গাংনী জোনাল অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ঝিনাইদহ ডিভিশন অফিসের ইভিপি ও ইনচার্জ আছাদুজ্জামান।
গাংনী জোনাল ইনচার্জ মাজিদ আল মামুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মেহেরপুর সার্ভিস সেন্টার ইনচার্জ এইচ এম বিল্লাল হোসেন ও মুজিবনগর জোনাল ইনচার্জ উজ্জল হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে গাংনী জোনের এজিএম সাহেরা মিম মিমপী, মুজিবনগর জোনের এজিএম সাথি খাতুন, মরজেম হোসেন, নাহিদা খাতুন, আনজিরা খাতুন, ফারহানা, রাফান, মুয়াজ, মিরব, কামাল মল্লিক, আবু হোসেন ও মমতাজ খাতুনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও পরে মোনাজাত পরিচালনা করেন, গাংনী জোনাল ইনচার্জ মাজিদ আল মামুন।
অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন, জেলা সার্ভিস সেন্টার ইনচার্জ এইচ এম বিল্লাল হোসেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.