ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৫৯ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও। রবিবার ( ৩ আগস্ট) ঠাকুরগাঁওয়ে নিয়মিত অভিযান-০৫-এর অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পীরগঞ্জ উপজেলার চাঁদপুর এলাকা থেকে আনছারুল হক (৪৯)-কে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে ৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বাদী হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ। পুরো অভিযানের তত্ত্বাবধানে ছিলেন, হারুন আর রশিদ, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান নিয়মিত চলবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এই উদ্যোগ আরও জোরদার করা হবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানানো হয়েছে।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd