পেকুয়া প্রতিনিধিঃ বিএসএসিসিপিপি (BSACCPP) কক্সবাজার জেলা শাখার কমিটি গঠিত হয়েছে।
১৬ ই অক্টোবর বিশ্ব এনেস্থেশিয়া দিবস উদযাপনের মাধ্যমে সমুদ্র নগরীর প্যারাডাইজ হোটেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জানা যায়, বাংলাদেশ সোসাইটি অব এনেসথেসিওলজিস্টস, ক্রিটিকেল কেয়ার এন্ড পেইন ফিজিশিয়ানস কক্সবাজারে কর্মরত প্রায় ৪৫ জন এনেস্থিসিয়া বিভাগের চিকিৎসক বৃন্দকে নিয়ে প্রথম বারের মত এই সোসাইটির কক্সবাজার জেলা শাখার যাত্রা শুরু হয়েছে।
আলোচনা সভায় উপস্তিত ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ শরীফ, ডাঃ বিধান পাল, পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও এনেস্থেশিয়া কনসালটেন্ট ডাঃ মোঃ মহিউদ্দিন মাজেদ চৌধুরী, লামা উপজেলার এনেস্থেশিয়া কনসালটেন্ট নুর মোহাম্মদ, রামু উপজেলার এনেস্থেশিয়া কনসালটেন্ট ডাঃ পুলক মন্ডল সহ অন্যান্য এ এনেস্থেশিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিষ্ট গণ। এতে সকলে নিরাপদ সার্জারীতে এনেস্থেশিয়া বিভাগের কার্যকর ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা হয়।
সভায় সকলের সম্মতিতে ডাঃ বিধান পাল কে সভাপতি এবং ডাঃ মোঃ মহিউদ্দিন মাজেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী তিন মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করবে বলে জানান।
অনুষ্টানের প্রধান বক্তা সকল সার্জারীতে এনেস্থেশিওলজিস্ট এর উপস্তিতি নিশ্চিত করণ সহ রোগীর স্বাস্থ্য সুরক্ষায় সকল ধরণের রিসাসিটেশন ব্যবস্থা রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আলোচনায় আরো বলেন অপারেশনের আগে রোগীর শারীরিক সুস্থতা যাচাই করা, অপারেশন চলাকালে রোগীকে ব্যথামুক্ত রাখা ও সার্বক্ষণিক মনিটরিং এবং অপারেশনের পরও রোগীকে ব্যথামুক্ত রাখার কাজটি করে থাকেন অ্যানেসথেসিওলজিস্ট। মুমূর্ষু রোগীর ইনটেনসিভ কেয়ার, জটিল ব্যথার চিকিৎসা, বিভিন্ন রোগীর পেলিয়েটিভ কেয়ার সেবা প্রদানসহ গুরুত্বপূর্ণ কাজগুলোতে অ্যানেসথেসিওলজিস্টগণের ভুমিকা অপরিসীম। চিকিৎসা বিজ্ঞানে অ্যানেসথেসিয়া বিষয়ে উন্নতি হওয়ার কারণেই বর্তমানে সকল জটিল সার্জারিসহ কিডনি, লিভার ও হার্টের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ নিরাপদভাবে প্রতিস্থাপন করা সম্ভব হচ্ছে।
বাংলাদেশে অ্যানেসথেসিয়া চিকিৎসকের অভাবে অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে অপারেশন হচ্ছে না। অথচ সেখানে অপারেশন করার জন্য সার্জন, আধুনিক অপারেশন থিয়েটার ও যন্ত্রপাতিই আছে। আশা করা যায় নব গঠিত এই বিএসএসিসিপিপি কক্সবাজার শাখা এনেস্থিসিয়া সেবার মান উন্নত থেকে উন্নতর করায় ব্যাপক ভূমিকা রাখবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.