সোহরাওয়ার্দী খোকন ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলা ১২ নং সালন্দর ইউনিয়ন বিএনপির নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ধিত সভা ও সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ আগষ্ট )সালন্দর ডিগ্রি কলেজ হলরুমে এই বর্ধিত সভা ও সদস্য নবায়ন কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজিত বর্ধিত সভা ও সদস্য নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল হামিদ। সভাপতিত্ব করেন ১২ নং সালন্দর ইউনিয়ন বি এন পির সভাপতি গোলাম মাওলা চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন তুহিন, সাধারন সম্পাদক সদর উপজেলা বিএনপি।সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ আজমগীর হক।সঞ্চচলনায় ছিলেন ১২ নং সালন্দর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও বর্ধিত সভা ও সদস্য নবায়ন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা, উপজেলা ও সালন্দর ইউনিয়ন বিএনপি স্থানীয় নেতৃবৃন্দ।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd