রফিকুল ইসলাম সুজন,রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ১৯ অক্টোবর, বুধবার, সকাল ১১ টায় উপজেলার মহলবাড়ী গ্রামের চক্র দেবকে একটি নতুন ব্যাটারী চালিত ভ্যানগাড়ী ও নগদ টাকা প্রদান করা হয়। শিল্পী চক্র পেশায় একজন ভ্যান চালক। ভ্যান চালিয়ে পরিবারের ভরণ পোষণ করে আসছিলো কিন্তু বর্তমান আধুনিক ব্যবহার বৃদ্ধি পাওয়ায় তার পা চালিত ভ্যানে কেউ উঠতে চায়না। এমতাবস্থায় চক্রের জীবনে নেমে আসে কঠিন এক পরিনতি।জীবন চালানো দুর্বিষহ হয়ে পরে তার।
জীবন যখন থমকে যাওয়ার পালাক্রমে ঠিক সেই মুহূর্তে দেবদূত হিসেবে উপস্থিত হয় রানীশংকৈল ডিগ্রি কলেজের অধ্যাপক প্রশান্ত কুমার বসাক। চক্রের জীবনের দুঃখ দুর্দশার কথা পোস্ট করে সামাজিক মাধ্যম ফেসবুকে।
গত ৭ ই অক্টোবর প্রশান্ত তার নিজস্ব ফেসবুকে চক্রের একটি গান ও তার পরিস্থিতি তুলে ধরে সকলের কাছে চক্রের জন্য একটি ব্যাটারী চালিত ভ্যান কেনার নিমিত্তে সাহায্যের আবেদন করেন। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সারা ফেলে নেটিজেনদের মাঝে । মাত্র ৩ দিনের মধ্যে ৭০ হাজার ২শত টাকা উত্তোলন করা সম্ভব হয়। লক্ষ্যমাত্রা পূরণ হওয়ায়, ১০ ই অক্টোবর টাকা আদায় স্থগিত করা হয়। সেই টাকার মধ্যে ৫৫ হাজার টাকা দিয়ে একটি ভ্যান এবং অবশিষ্ট ১৫ হাজার ২শত টাকা তার হাতে তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন রানীশংকৈল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সভাপতি ফারুক হোসেন,সহ সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজন, উপ সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম, অধ্যাপক আলমগীর হসেন, সমাজসেবী অনুপ বসাক, সাংবাদিক আবু জাফর, নোমান, বিজয় রায়, নাজমুল সহ আরও অনেকে। ভ্যান গাড়ী পেয়ে আবেগ আপ্লুত দরিদ্র ভ্যান চালক প্রতিভাবান শিল্পী চক্রদেব। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.