মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলায় শিশু অধিকার ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
এনসিটিএফ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে" গড়বে শিশু সোনার দেশ ছড়িয়ে দিয়ে আলোর বেশ" এ প্রতিবাদ্যকে সামনে নিয়ে পৌরসভার হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। বৃহস্পতিবার ( ২০ অক্টোবর) দুপুরে রুদ্র মহন্ত এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পৌর মেয়র আনজুমান আরা বেগম বন্যা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, স্বাস্থ্য শিক্ষা অফিসার ( সিভিল সার্জন অফিস) আব্দুল হান্নান,সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তোয়াবুর রহমান,
ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স এর জেলা ভলান্টিয়ার হাসনা হেনা, শিশু গবেষক রাদ শাহামাদ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ মজিবর রহমান,স্যানেটারি ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম, অভিভাবক সদস্য জেসমিন আক্তার,ডেলিকেটর শিহাবসহ এনসিটিএফ এর কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরা। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন প্রজ্ঞা বর্মন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.