মোঃ রেজাউল করিম,ঈদগাঁও,কক্সবাজারঃ কক্সবাজার জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় আজ ঈদগাঁওতে সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে। সকালে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় ও ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ প্রদর্শন শুরু হয়।
শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (পঞ্চম পর্যায়) শীর্ষক প্রকল্পের C4D খাতের আওতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন গণযোগাযোগ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে।
এতে বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য গ্রহণ, কমিউনিটি ক্লিনিক এর স্বাস্থ্য সেবা, প্রতিবন্ধীদের শিক্ষা ও অধিকার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হচ্ছে।
প্রদর্শনীতে উপস্থিত রয়েছেন জেলা তথ্য অফিসের সহকারী জেলা তথ্য কর্মকর্তা মিজানুর রহমান, ইউনিসেফ বাংলাদেশ এর কক্সবাজার অফিসের কমিউনিটি এনগেজমেন্ট অফিসার মোহাম্মদ রিয়াসাদ রহমান সানি, জেলা তথ্য অফিসের অফিস সহায়ক মোহাম্মদ জহির উদ্দিন, সাইন অপারেটর রাশেদুল ইসলাম সহ বিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.