রাসেদুল ইসলাম রাসেল,সোনারগাঁ,নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাচ্চাদের ঝগড়ার অযুহাতে পূর্ব শত্রুতার জেরে দুই মহিলাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশিদের বিরুদ্ধে। ২১ অক্টোবর শুক্রবার দুপুর ১২ টার সময় সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের (আনন্দবাজার) পঞ্চবটি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পঞ্চবটি গ্রামের জোসনা বেগম (৪০), স্বামী মৃত জয়নাল আবেদীন এবং তাসলিমা (৩৫), স্বামী মোফাজ্জল হোসেন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার বাচ্চাদের খেলা চলাকালে ছোটখাটো ঝগড়া বেঁধে গেলে বাচ্চাদের পরিবারের বড়রা এসে পরিস্থিতি শান্ত করেন। পরে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের আহতদের প্রতিবেশী অভিযুক্ত মজিদ (৫২) পিতা আবু, মজিদের তিন ছেলে মানিক (৩৫), মাইনউদ্দীন (২৮), মুক্তার (২৪) এবং মজিদের দুই চাচাতো ভাই নবীর হোসেন (৩৫) পিতা আব্দুল মালেক, ও নবী হোসেন (৩০) পিতা জমির আলী, মজিদের ভাগিনা ফয়সাল (৩০) পিতা মোসলেম সহো তাদের পরিবারের লোকজন সম্মিলিত ভাবে ধারালে অস্র ও রড লাঠি সহযোগে হামলা করে। হামলার পরে আহতদের বাড়ি থেকে দুই লাখ টাকার নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। হামলায় গুরুতর আহত জোসনা বেগম ও তাসলিমা এবং ছোট মেয়ে পাখি মনি (১০) কে সোনারগাঁ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়, তাদের পরিবারে আরো কিছু আহত সদস্যদের অন্যান্য হাসপাতাল ও ঢাকায় স্থানান্তরিত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-সহকারী মেডিকেল অফিসার জনাব ডাঃ রাজু আহমেদ, তিনি বলেন দুপুর ১.১৫ মিনিটে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়, আহত জোসনা বেগমের মাথায় ১০টি শেলাই এবং তাসলিমার মাথায় ১৪টি শেলাই দেওয়া হয়েছে, তাদের মাথায় ও সারা শরীরে ধারাল অস্র এবং লাঠিসোটার আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এ ঘটনায় আহতদের পক্ষে আম্বিয়া বেগম (৬০), স্বামী মৃত আঃ মোতালেব বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা করার প্রস্তুতি গ্রহণ করছেন।
সোনারগাঁ থানার ওসি মাহবুবু আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে, অভিযোগ মোতাবেক তদন্ত করে দোষীদের বের করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.