মোঃ মজিবর রহমান শেখঃ সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রম্নতি বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সকাল—সন্ধ্যা গণঅনশন কর্মসূচী পালিত হয়। ২২ অক্টোবর শনিবার সকালে পৌর শহরের সাধারণ পাঠাগার চত্বরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্বে এ কর্মসূচী শুরু হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার আয়োজনে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সহযোগিতায় গণঅনশনের শুরুতেই বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রবীর কুমার রায়, সাধারণ সম্পাদক প্রবীর কুমার গপ্ত বুয়া, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. অতুল প্রসাদ রায়, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পরিমল রায়, সংগঠনের পৌর শাখার সাধারণ সম্পাদক ডা: শুকদেব চন্দ্র দাস প্রমুখ।
বক্তারা ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রম্নতিসমূহ যেমন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রনয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রনয়ন, জাতীয সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবির বিষয়টি উত্থাপন করে তা বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষন করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.