প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ৭:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৩:৫৮ পি.এম
সাতক্ষীরার দেবহাটায় শহিদ আসিফের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

শেখ মারুফ হোসেন কালিগঞ্জ প্রতিনিধি; সাতক্ষীরার দেবহাটা উপজেলার শহিদ আসিফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (৪ আগস্ট ২০২৫) এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মাহফিল অনুষ্ঠিত হয় আস্কপুর বায়তুল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে। গত বছরের ৫ আগস্ট দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে শহিদ হন আসিফ। তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মেহাডি হাসান।মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন, ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রেজাউল করিমসহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আসিফের পিতা মাহমুদ আলম,পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরাও দোয়া মাহফিলে অংশ নেন। বক্তারা আসিফের স্মৃতিচারণ করেন এবং তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একইসঙ্গে তাঁরা সমাজে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
প্রকাশক মোঃ রবিউল ইসলাম।
সম্পাদক : মোঃ নাইবুর রহমান [এলএল.বি (অনার্স), এলএল.এম
(ইউডা)] । বার্তা সম্পাদক : মোঃ জাকিরুল
ইসলাম [এম.এ(ইংলিশ), বি আই ইউ। বি.এড (টি টি সি)] অফিস :
২২, পশ্চিম- ধানমন্ডি, শংকর,
ঢাকা -১২০৯, বাংলাদেশ।
ইমেইল নিউজ :editor@alochitokantho.com.bd/ alochitokantho@gmail.com
ভিজিট ওয়েব সাইট : www.alochitokantho.com.bd
এই সাইটটির সকল স্বত্ত্ব জাতীয় দৈনিক আলোচিত কণ্ঠ কর্তৃক সংরক্ষিত পরিমার্জিত ও পরিবর্ধিত।