নিজস্ব প্রতিবেদকঃ প্রায় ১০০০ এর বেশী মনোনীত তরুণদের মধ্য থেকে শীর্ষ ১০০ প্রতিভাবান তরুণদের বাছাই করা হয়েছে।
সমাজে তাদের অসামান্য অবদান এবং অনুপ্রেরণামূলক জীবনগল্পের কারণে তারা নির্বাচিত হয়েছেন।নির্বাচিত ১০ তরুণ নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য, সমাজের জন্য ও তরুণদের নিয়ে কাজ করছে।
এই ১০ জন হলেন সাদী মুহাম্মাদ তামিম(প্রতিস্ঠাতা
সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন)
মোঃ মোক্তার হোসেন( হেড অফ অপারেশন, জাহানারা ফাউন্ডেশন), ইসরাত শারমীন কেয়া
(প্রতিষ্ঠাতা ও সভাপতি,বৃদ্ধি ফাউন্ডেশন), আহসানুল মাহবুব লাব্বী (প্রতিষ্ঠাতা, নিউজপেপার অলিম্পিয়াড), মোহাইমেনুল সোলাইমান নিকোলাস
(কনটেন্ট টীম লিড, রিভার্স স্কুল), মুরশিদুল আলম ভূঁঞা (টিম ব্যর্থ),সাজিদ উর রশিদ(কনটেন্ট রাইটার,
রিভার্স স্কুল), তালহা জুবায়ের, তাহমিনা আক্তার সুপ্তি (ফাউন্ডার অফ লাইট ফর লাইফ এন্ড প্রজেক্ট ফরচুন) এবং রাজু আহমেদ (প্রতিষ্ঠাতা,অ্যাওয়ার্নেস আর্মি যুব সংগঠন)।
দ্য এশিয়া ইয়াং ট্যালেন্ট এওয়ার্ডস মালয়েশিয়ার একটি প্রতিভা বৃদ্ধি এবং প্রবৃত্তি প্ল্যাটফর্ম 'মনস্টা এশিয়া' কর্তৃক আয়োজিত হয়। মনস্টা এশিয়া তরুণদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতার প্রতিভা বিকাশ এবং আবিষ্কার করে। দ্য এশিয়া ইয়াং ট্যালেন্ট এওয়ার্ডস এর উদ্দেশ্য হলো প্রতিভাবান ১৮-৩০ বছর বয়সের তরুণদের স্বীকৃতি প্রদান করা যাদের প্রতিভা, গল্প ও কাজ সমাজের অন্যান্য মানুষদের সামাজিক কাজের প্রতি অনুপ্রাণিত এবং প্রভাবিত করে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.