মোঃ মুশফিক হাওলাদার,বিশেষ প্রতিনিধিঃ ভোলার লালমোহনে ভিন্নধর্মী স্লো রেস মোটরসাইকেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার বিকেল ৪টায় লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত ব্যতিক্রম এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রাহাত আনোয়ার, লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনিসহ আরো অনেকে। মোটরসাইকেল স্লো রেস প্রতিযোগিতায় প্রায় অর্ধশত প্রতিযোগি অংশগ্রহণ করে। এর মধ্যে প্রথম বিজয়ী মো. রিয়াজ, দ্বিতীয় আব্দুল করিম রনি ও তৃতীয় হয় মো. নিরব হোসেন। তাদের প্রত্যেককে হেলমেট উপহার দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2025 আলোচিত কণ্ঠ. All rights reserved.