মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায়
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মেডিকেলে কিশোর ফইজুল নির্যাতনকারীদের আটকের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চরকডাঙ্গী গ্রামে ভাড়া পুকুরে মাছ চুরির অভিযোগে ফইজুল ইসলাম(১২) নামের এক কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের আটকের দাবিতে ২৪ অক্টোবর সোমবার সকাল ১১ টায় এ মানববন্ধন প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে বালিয়াডাঙ্গী উপজেলার আমতলা গ্রামের লোকজন।
ফয়জুলকে আটক করার পরে রাজ্জাক ফইজুল ইসলামের শরীরের বিভিন্ন জায়গায় মারধর ও এলোপাতাড়ি কাটা ছেঁড়া করে, ফয়জুল মারধরের স্বীকার হয়ে গুরুতর আহত হয়ে পড়লে রাজ্জাকের পুকুরের কিছুদূর পূর্বে আমতলা গ্রামে লাবলু প্রফেসরের ইট ভাটাই নিয়ে আসে ফয়জুল কে বসিয়ে রাখে। ফইজুলের শরীরের বিভিন্ন যায়গার কাঁটা-ছেঁড়া ছেলেটির রক্তক্ষরনের ফলে মৃত্যুর আশংকা। এ কর্মসূচিতে এলাকার গ্রাম বাসি বলেন, মহিষমারি গ্রামের মাছ ব্যবসায়ী তসলিম উদ্দিন ওরফে বৈশাখ ও তার ছেলে আব্দুর রাজ্জাক কে দ্রুত আটক করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.