এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ বর্তমান সরকার মুক্তিযোদ্ধা প্রীতি সরকার , তাদের সম্মানে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল প্রকার ব্যবস্থা করেছেন। বঙ্গবন্ধুর ডাকে এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত আমরা একটি ভূ-খন্ড ও একটি স্বাধীন দেশ পেয়েছি। তাই আমরা বিভিন্ন জন বিভিন্ন পেশায় দ্বায়িত্ব পালন করতে পারছি। শহীদ মুক্তিযোদ্ধাদের এ ঋণ আমরা শোধ করতে পারবো না। আগামী প্রজন্মদের জানার জন্য এবং মুক্তিযোদ্ধার চেতনা কে সুন্দর ও সু-সৃঙ্খল ভাবে ধারণ করে রাখার জন্য সবাইকে আহবান জানান। গাইবান্ধার সাঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ১৯৭১ এ ত্রিমোহনী ঘাটের সম্মুখ যুদ্ধে শাহাদৎ বরণকারী ১২ শহীদ বীর মুক্তিযোদ্ধা স্বরণে বোনারপাড়া দলদলিয়ায় তাদের সম্মানে নির্মিত স্মৃতিস্তম্ভে বেদী ও শহীদদের সমাধীতে পুষ্প প্রদান, পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ মূলক আলোচনা সভায় গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান,সাঘাটা থানা অফিসার ইনর্চাজ মতিউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মন্ডল, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হুদা দুদু, বোনারপাড়া পুলিশ তদন্তকেন্দ্র ইনর্চাজ রাকিব হাসান, বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী, হাতিবান্ধা উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জোব্বার, মুলারাম দাস প্রমুখ।
উল্লেখ্য যে ঐ দিন ত্রীমোহনী ঘাটে সম্মুখ যুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে ১২ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.