মোঃ সিফাত হোসেন,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় সিত্রাং প্রভাবে আজ সোমবার সকাল থেকে সারাদেশের ন্যায় দুমকী উপজেলা ও মুরাদিয়া জুড়ে শুরু হয়ে বৃষ্টিপাত। থেমে থেমে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সাথে হালকা বাতাস বইতে শুরু করে।
ঘূর্ণিঝড় সিত্রাং এর খবরে উপকূলের মানুষের মধ্যে দেখা দেয় আতঙ্ক। মানুষ সার্বক্ষণিক তাকিয়ে আছে সিত্রাং গতিবিধির দিকে। সোমবার দুপুর থেকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নে প্রায় এক হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়।
বিকেলে থেকেই মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দুমকী উপজেলা আওয়ামীলীগের ১ নং সহ-সভাপতি মিজানুর রহমান শিকদার সাইক্লোন সেন্টারে আশ্রয় নেয়া মানুষদের মাজে শুকনো খাবার পৌছে দেন।
তার সার্বিক খোঁজখবর নেন। সোমবার দিবাগত রাত থেকে বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ থাকায় মোবাইলে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সকাল থেকে মুরাদিয়ার বিভিন্ন এলাকায় মাইকিং করে জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ করেন মিজানুর রহমান শিকদার । অধিক ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর জনসাধারণ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়।
আশ্রয় কেন্দ্রে যেতে মানুষের পিছুটান এড়াতে মানুষের সাথে তাদের গবাদি পশু ও আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা হয়েছে এবং আশ্রয় কেন্দ্র গুলোতে বয়স্ক, অসুস্থদের থাকার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.