রাম বসাক,শাহজাদপুর,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে শাহজাদপুরে যমুনা নদীতে ডিমওলা ইলিশ শিকার হতে বিরত থাকা কর্মহীন জেলেদের মধ্যে চাউল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার পোরজনা ইউনিয়নে ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে কর্মহীন জেলেদের মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ৩১০ জন জেলেকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরন করেন, পোরজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বাবু। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সচিব মো. নাইমুল ইসলাম উজ্জ্বল, ইউপি সদস্য আবুল হাসেম, আবুল কাশেম (বাবু), শ্রী রামপদ সরকার প্রমুখ।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, এ বছর ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে ডিমওলা ইলিশ শিকার হতে বিরত থাকা উপজেলার ১০৮০ পরিবারের মাঝে ২৫ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। এরমধ্যে
কৈজুরি ইউনিয়নে ৩১৪ জন, পোরজনা ৩১০ জন, জালালপুর ইউনিয়নে ৭৪ জন, খুকনি ইউনিয়নে ৫২ জন, সোনাতুনিতে ৬০ জন, গালা ১৩০ জন এবং রূপবাটি ইউনিয়নে ১৪০ জন জেলে ২৫ কেজি করে এ চাউল পাবেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.