মোঃ রেজাউল করিম,ঈদগাঁও,কক্সবাজারঃ আগামীকাল ২৭ অক্টোবর কক্সবাজার জেলাব্যাপী শিক্ষক দিবস-২০২২ উদযাপন করা হবে।
বিভিন্ন উৎসব উদযাপনের মধ্য দিয়ে দিবসটি পালনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দিনটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। দিবসটি উদযাপনে সকল স্তরের শিক্ষকদের সমন্বয়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলার দুই শীর্ষ শিক্ষা কর্মকর্তার কার্যালয়।
কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য রেলী, আলোচনা সভা, শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা সদর এবং কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে পৃথকভাবে শিক্ষক দিবস উদযাপনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন জানান, জেলা পর্যায়ের রেলিটি কক্সবাজার শহীদ দৌলত ময়দান থেকে শুরু হয়ে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে শেষ হবে।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম উদ্দিন জানান, ঈদগাঁও অঞ্চলের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের রেলি ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঈদগাহ রশিদ আহমদ কলেজে গিয়ে শেষ হবে।
এদিকে জাতীয় শিক্ষক দিবসের এক প্রস্তুতি সভা আজ দুপুরে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ রাশেদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় সংশ্লিষ্ট এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধানরা উপস্থিত ছিলেন।
এর আগের দিন জেলা শিক্ষামবনে জেলা পর্যায়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসারের সভাপতিত্বে আয়োজিত সভায় শহরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঈদগাঁও অঞ্চলে শিক্ষক দিবস উদযাপনে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ঈদগাহ রশিদ আহমদ কলেজের অধ্যক্ষকে আহবায়ক এবং সদর উপজেলা একাডেমিক সুপারভাইজারকে এ কমিটির সদস্য সচিব মনোনীত করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.