এস এম সোহেল,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ মশার কয়েল তৈরির কারখানা এবং ফিলিং স্টেশনে গ্রাহককে ওজনে তেলের পরিমাণ কম দেয়ায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট পরিচালনা করেছে।
বুধবার (২৬ অক্টোবর) ওই দুটি প্রতিষ্ঠানে এক লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, উপজেলার কামদিয়া ইউপির দিঘীরহাটে অবৈধভাবে উৎপাদন করা ফারকো কেমিক্যাল ব্র্যান্ডের ফারকো নামীয় মশার কয়েল এ অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার করত। ফলে বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ (১) ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা ও আনুমানিক ২’শ কার্টুন প্যাকেটজাত মশার কয়েল ধবংস করা হয়।
অপরদিকে পৌরসভার দিনাজপুর আঞ্চলিক সড়ক সংলগ্ন মৌসুমি ফিলিং স্টেশনে বিএসটিআই সদস্যরা অভিযান পরিচালনা করে। এসময় প্রতি ১০ লিটার পেট্রোলে ৯০ মিলি লিটার কম দেওয়ার অপরাধে ত্রিশ হাজার টাকা জরিমানা করে।
মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গোবিন্দগঞ্জ এস এম আব্দুল্লাহ-বিন-শফিক। অভিযানিক দলে প্রসিকিউটর ছিলেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. দেলোয়ার হোসেন ও পরিদর্শক (মেট) মো. আলমাস মিয়া।
বিষয়টি নিশ্চিত করে মো. দেলোয়ার হোসেন জানান, উভয় প্রতিষ্ঠানকে একত্রে এক লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.