নাটোর প্রতিনিধি,মো:বিপ্লব তালুকদারঃ নাটোরে অপহরণের ৫ মাস পর স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় অপহরণকারী জাহিদকে(২৩) কে গ্রেফতার করা হয়।
বুধবার (২৬ অক্টোবর) দুপুর একটার দিকে সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের পাঙ্গাশিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আসামি জাহিদ নাটোর জেলার সিংড়া উপজেলার কলম ইউনিয়নের সূর্যপাড়া কাজিপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
নাটোর র্যাব জানায়, অভিযুক্ত আসামি জাহিদ ওই স্কুলছাত্রীকে বিভিন্ন সময়ে উত্যক্ত করে আসছিল। পরে গত ২৮ মে রাত সাড়ে ৭টার দিকে ওই ছাত্রীকে তার নানার বাড়ির এলাকা থেকে অপহরণ করে জাহিদ। এ ঘটনায় পর মামা মোঃ তৈয়ব আলী নাটোর ত থানায় একটি অপহরণ মামলা করে। এরপর র্যাব গ্রেফতারে অভিযানে নামে।
পরে বুধবার দুপুর একটার দিকে তথ্য প্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের পাঙ্গাশিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই ভিকটিম স্কুলছাত্রীকে উদ্ধার করে এবং অপহরণকারী জাহিদকে গ্রেফতার করেছে র্যাব-৫ সিপিসি২ - সদস্যদের একটি স্পেশাল টিম।
র্যাব আরও জানায়, উদ্ধার করা ভিকটিম ও অভিযুক্ত আসামিকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.