এস এম মাসুদ রানা,বিরামপুর,দিনাজপুর প্রতিনিধিঃ
"শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু" শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুরে শিক্ষক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় বিরামপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদর্শন শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
শিক্ষক দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, আওয়ামী লীগের শ-সভাপতি শিবেশ কুন্ড, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মেজবা, বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অদৈত্য কুমার রায়, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার, বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রার অধ্যক্ষ আ ছ ম হুমায়ন কবির, বিএম কলেজের অধ্যক্ষ সেলিম রেজা, বিরামপুর শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক ফারুক-ই- আজম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম, প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা খাতুন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, রামকৃষ্ণপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার মতিন, রেলকলনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অ্যাম্বাসেডর শিক্ষক মামুনুর রশীদ, শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা খাতুন, অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক নিরঞ্জ কুমার প্রমুখ।
এতে কাটলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ আব্দুল হান্নান, কেটরা কলেজের অধ্যক্ষ আবু তাহের, বিরামপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, বিএম কলেজের অধ্যক্ষ জিয়াউল করিম ডাবলু, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, খাঁনপুর মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রাণী সরকার,এ্যাম্বাসেডর শিক্ষক প্রভাষক মেফতাহুন নাহার কবিতা, এ্যাম্বাসেডর শিক্ষক মিজানুর রহমান মিজান, এ্যাম্বাসেডর শিক্ষক তৌফিকুল ইসলাম রবি, এ্যাম্বাসেডর শিক্ষক বেনজির হক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ, বিভিন্ন প্রিন্ট অ ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জেলার শ্রেষ্ঠ শিক্ষক আব্দুল হাকিম মোল্লা।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.