মোঃ রেজাউল করিম,ঈদগাঁও,কক্সবাজারঃ 'কমিউনিটি পুলিশের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র' এ প্রতিপাদ্যে ঈদগাঁওতে আজ কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালিত হয়েছে। দিবসের স্লোগান ছিল "পুলিশই জনতা, জনতাই পুলিশ"। এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য রেলী ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পুলিশের ঈদগাঁও থানা। রেলিটি বাস স্টেশনের ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির। সভাপতিত্ব করেন ও সমাপনী বক্তব্য দেন ঈদগাঁও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও কমিউনিটি পুলিশিং কমিটির কর্মকর্তা- সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশের সদস্যরা সহায়ক ভূমিকা পালন করছে। আলোচনায় সুন্দর এলাকা বিনির্মাণে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ- জনতা সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্ব করা হয়। এতে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধসহ আইন-শৃঙ্খলা সংক্রান্ত নানা বিষয়ে আলোকপাত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.