সুজন আলী,রাণীশংকৈল প্রতিনিধিঃ ‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার জনগণকে সঙ্গে নিয়ে এ দিবসটি পালন করে থাকে বাংলাদেশ পুলিশ। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় রাণীশংকৈল থানা পুলিশের আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়।
কমিউনিটি পুলিশং ডে উদযাপন কমিটির সভাপতি উপজেলা আ'লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লবের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে সকাল ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা ও ইয়াসিন আলী এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, উপজেলা আ'লীগ সভাপতি সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা আ'লীগ সম্পাদক তাজউদ্দীন আহমদ, জেলা পরিষদের সদস্য আব্দুল বাতেন স্বপন,থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাহিদ ইকবাল, কমিউনিটি পুলিশং ডে উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সহকারি উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের সভাপতি রবিউল ইসলাম সবুজ, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন,আবুল কাশেম প্রমুখ।
এসময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এবং বিভিন্ন ইউনিয়নের সদস্য ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নের সর্বাঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিথি উন্নয়ন প্রয়োজন। কমিউনিটি পুলিশিং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিষেশ ভূমিকা রাখছে। কমিউনিটি পুলিশিং একটি দর্শন, যার বাস্তবায়ন হচ্ছে বিট পুলিশের মাধ্যমে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাণীশংকৈল থানার (ওসি তদন্ত) আব্দুল লতিফ শেখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.