জাহাঙ্গীর খাঁন,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ার ভেড়ামারায় কমিউনিটি পুলিশিং ডে -২০২২ উপলক্ষে আজ শনিবার ভেড়ামারা থানা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য
র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল দশটায় ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা'র নেতৃত্বে ভেড়ামারা থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী
বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
এরপর কমিউনিটি পুলিশিংয়ের এবারকার শ্লোগান কমিউনিটি পুলিশিংয়ের মূল মন্ত্র শান্তি ও শৃঙ্খলা সর্বত্র" এর উপর ভিত্তি করে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন । উক্ত সভায় বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রওশন আরা সিদ্দিক , ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক এবং আওয়ামী লীগ নেতা আওরঙ্গজেব সেলিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনুষ্ঠানে জনপ্রতিনিধি সাংবাদিক এবং আমন্ত্রিত সুধিমন্ডলী সহ পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.