এস এম সোহেল,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র শান্তি-শৃংঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে ও থানা পুলিশের সহযোগিতায় পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে।
এ উপলক্ষে ২৯ অক্টোবর (শনিবার) সকাল সাড়ে ১০ টার দিকে গোবিন্দগঞ্জ থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌরসভার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান,পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মুকিতুর রহমান রাফি,উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পলনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিথি, সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বসির আহম্মেদ, শহরগছি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম বিরু, সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) মুক্তিযোদ্ধা কাজী সাখায়াত হোসেন, সাবেক সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, প্রচার সম্পাদক ও কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ, উপজেলা কৃষক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মকু,জিটিভি গাইবান্ধা জেলা প্রতিনিধি গোপাল মহন্ত, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক রাসেল কবির,উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ফরহাদ আলী প্রমূখ। এতে উপস্থিত ছিলেন, ১ টি পৌরসভা ও ১৭ টি ইউনিয়নের কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দসহ সকল সদস্য এবং উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.