ভারত প্রতিনিধিঃ কলকাতার রবীন্দ্র সদনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতাস্থ বাংলাদেশ উপ হাই কমিশনের ব্যবস্থাপনায় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন করা হয়েছে।
গতকাল ২৯ শে অক্টোবর সন্ধ্যায় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানানো হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব কলকাতার উদ্বোধন করেন।
উদ্বোধন কালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও প্রযুক্তি দপ্তরের মাননীয় মন্ত্রী জনাব বাবুল সুপ্রিয়, কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য সাইমুম সারোয়ার কমল।
আবৃত্তি শিল্পী স্বপনা দে'র উপস্থাপনায় এবং বাংলাদেশ উপ হাইকমিশনের উপ-রাষ্ট্রদূত ইলিয়াস আন্দালিবের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্রকার গৌতম ঘোষ, বাংলাদেশের বিশিষ্ট ও সুনামধন্য অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী, জয়া আহসান, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ নজরুল ইসলাম, উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলাদেশ উপ হাইকমিশন কলকাতার প্রথম সচিব রঞ্জন সেন সহ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত কমিটির সভাপতি মীর এম এম শামীম সিনিয়র সহ সভাপতি সাংবাদিক আনোয়ারুল হক ভূঁইয়া সহ সভাপতি চিত্রশিল্পী বিপ্লব গোস্বামী এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা বৃন্দ ও কলকাতার বিশিষ্টজনেরা।
উদ্বোধন শেষে দুই বাংলার শিল্পীদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.