এইচ এম শহীদ,পেকুয়া প্রতিনিধিঃ কক্সবাজার পেকুয়ায়- রোববার রাত ১১টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের পণ্ডিতপাড়ায় এ ঘটনা ঘটে।
নাছির উদ্দিন(৪৮)ওই গ্রামের আবুল হোছাইনের ছেলে।
টৈটং ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, নাছির উদ্দিন পেকুয়ার টৈটংয়ে বহুল আলোচিত ‘দা বাহিনী’র প্রধান ছিলেন। এই বাহিনী ওই এলাকায় পাহাড়ি বনভূমির জমি দখল, চাঁদাবাজি, অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
সম্প্রতি মো. নাছির উদ্দিন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র জমা দিয়ে জেল খেটে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। কিছু দিন আগে তিনি জামিনে বের হন। রোববার রাত ১১টার দিকে টৈটংবাজার থেকে বাড়িতে ফেরার পথে ৫-৬ জনের একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে আহত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেড়িকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাছির উদ্দিন মারা যান।
এলাকাবাসীর ধারণা, চাচাতো ভাইয়েরা নাছির উদ্দিনের হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন।
পেকুয়া থানার ওসি মো. ফরহাদ আলী জানান, ঘটনার পর পরই পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। কিন্তু দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এখনো কেউ মামলা করেনি।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.