রানা খান,প্রতিনিধি শ্রীপুর,গাজীপুরঃ গাজীপুর জেলার শ্রীপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী খানের (৫০) জানাজার নামাজে মানুষের ঢল নেমে ছিল।
ঐতিহাসিক শ্রীপুর পাইলট হাই স্কুল মাঠে প্রায় দশ হাজার মুসলমান জানাজার নামাজে অংশ নেন। মাঠ ছিল কানায় কানায় পরিপূর্ণ।
১লা নভেম্বর দিবাগত রাতে এডভোকেট কাজী খান বুকে ব্যাথা অনুভব করায় প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে ঢাকায় এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক তিনটার দিকে মৃত্যুবরণ করেন এডভোকেট কাজী খান।
অ্যাডভোকেট কাজী খান ছিলেন ,শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস, গাজীপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য, শ্রীপুর পৌর বিএনপি'র সংগ্রামী সভাপতি।
বুধবার বাদ জোহর শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
প্রথম জানাজায় অংশ নেন গাজীপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ফজলুল হক মিলন, বিএনপি'র কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজুল হান্নান, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইদুল আলম, কালিয়াকৈর পৌরসভা মেয়র মুজিবুর রহমান, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর হান্নান সরকার হান্নু, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র আনিসুর রহমান, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, সাবেক সভাপতি আব্দুল মোতালেব, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলম মোল্লা, সহ বিভিন্ন দলের রাজনীতিক নেতৃবৃন্দ।
বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে নিজ বাড়িতে পারিবারিক গোরস্থানে বর্ষিয়ান এই রাজনীতিবিদকে দাফন করা হয়।
এডভোকেট কাজী খান , স্ত্রী দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.