পেকুয়া প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ক্ষমতাসীনদল আ’লীগ নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। ২ নভেম্বর (বুধবার) বিকেল ৪ টার দিকে সদর ইউনিয়নের কলেজ গেইট চৌমুহনীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। এ সময় মামলা প্রত্যাহারসহ নিরাপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ করতে জোরালো প্রতিবাদ হয়েছে। বিক্ষোভ কর্মসূচী ও মানববন্ধনে অংশ নিয়েছিলেন ক্ষমতাসীন দল আ’লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ ছাড়াও পেকুয়ার সর্বস্তরের জনগন ও ব্যবসায়ীরাও ওই কর্মসূচীতে অংশগ্রহণ করে এর প্রতি সংহতি প্রকাশ করেন। চৌমুহনী স্টেশনে চৌরাস্তার মোড় থেকে এবিসি সড়কের থানা রাস্তার মাথা পর্যন্ত দু’পাশে দাড়িয়ে হাজার হাজার মানুষ ওই কর্মসূচীতে সামিল হয়েছেন। এ সময় পেস্টুন, ব্যানার, পোস্টার, প্লেকার্ডসহ বিক্ষোভে অংশগ্রহণকারী হাজার হাজার প্রতিবাদী জনতা মামলা প্রত্যাহারের দাবীতে শ্লোগান ধরেন। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়। এ সময় বক্তব্য রাখেন ক্ষমতাসীন দল আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, তাঁতীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বর্তমান কমিটি ও সাবেক কমিটির নেতারা। এ সময় বক্তারা বলেন, পেকুয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ওই মামলায় চাঁদাবাজি ও হত্যার অভিযোগে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমকে আসামী করা হয়েছে। মামলায় তার ৩ সহোদর যুবলীগ ও ছাত্রলীগের উপজেলার সিনিয়র নেতাও আসামী। এ ছাড়াও ওই মামলায় ১৩ জনের মধ্যে ১০ জন ক্ষমতাসীন দল আ’লীগের রাজপথের একনিষ্ট কর্মী। ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি যুবলীগের উপজেলার শীর্ষ পর্যায়ের নেতারা আসামী। অমিম বিল্ডার্স নামের একটি প্রতিষ্টানের এমডি ও ব্যবসায়ীদেরও ফাঁসানো হয়েছে। সাতকানিয়ার কেওচিয়ার চেয়ারম্যান ওসমান আলীকে এ মামলায় আসামী করা হয়েছে। ওসমান আলী অত্যন্ত মর্যাদাবান ও সম্মানী ব্যক্তিত্ব। সাতকানিয়া উত্তর সাংগঠনিক থানা যুবলীগের সাধারন সম্পাদক। গত ইউপি নির্বাচনে ওসমান আলী বঙ্গবন্ধু ও স্বাধীনতার প্রতীক নৌকা নিয়ে বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। দক্ষিণ চট্টগ্রামের একজন ধনাঢ্য ব্যবসায়ী। তাকেও এ মামলায় আসামী করা হয়েছে। আমরা অবিলম্বে এ মামলা প্রত্যাহার চাই। প্রশাসনকে বলছি এক সপ্তাহের মধ্যে এ মিথ্যা থেকে দায়ীমুক্তি দিন। না হয় আমরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো। রাজপথে নেমে এ অপশক্তির বিরুদ্ধে মোকাবেলা করবো।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.