মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরাঃ স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় সাতক্ষীরার আলিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে আলিপুর নাথপাড়াস্থ তার নিজস্ব বাসভবন থেকে সাতক্ষীরা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর ২০২১ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ১১ (গ) ধারায় যৌতুক ও নির্যাতন মামলায় তাকে গ্রেফতার করা হয়।
পুরাতন সাতক্ষীরা মুন্সিপাড়ার সাইদুজ্জামান খাঁনের মেয়ে আইরিন খাঁন রাকার (৩৯) সাথে সদর উপজেলার আলিপুর নাথপাড়া গ্রামের পিতা মৃত আব্দুল খায়েরের ছেলে আব্দুল লতিফের (৫২) বিয়ে হয়। ০৫-০৫-২০১৭ তারিখে ৫ লক্ষ টাকা দেন মোহর ধার্য্যে ওই বিবাহ হয়। বিবাহের পর যৌতুকের দাবিতে মারধর শারীরিক ও মানুষিক নির্যাতন করার অভিযোগে মামলাটি রুজু করেন তিনি।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান জানান, স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় আব্দুল লতিফ নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। উক্ত আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.