মোঃ রেজাউল করিম,ঈদগাঁও,কক্সবাজারঃ ঈদগাঁও উপজেলার ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার ৩ নভেম্বর উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক জীবন দক্ষতা শিক্ষা বিষয়ক সেশন অনুষ্ঠিত হয়েছে।
স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা’র বাস্তবায়নে ও গ্লোবাল কমিউনিটি এনগেজমেন্ট এন্ড রিলিজিয়াস ফান্ড (জিসিইআরএফ ) এর সহায়তায়
আয়োজিত সেশনটি পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক।
সেশন কার্যক্রম পরিদর্শন করেন দাতা সংস্থা জিসিইআরএফ এর কান্ট্রি ম্যানেজার মিঃ বাসিল, ইপসা’র উপ-পরিচালক মুহাম্মদ শাহজাহান, ইপসা’র উপ-পরিচালক ও টিম লিডার খালেদা বেগম, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত প্রমুখ।
চট্টগ্রাম বিভাগের জনগণের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা রোধ প্রকল্পের আওতায় বিদ্যালয় ভিত্তিক কার্যক্রমের অংশ হিসেবে এর আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইপসা’র কক্সবাজার জেলার ফোকাল পার্সন মোঃ হারুন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর (ট্রেনিং এন্ড ক্যাম্পেইন) নাজমুল বরাত রনি, ইপসা সিভিক প্রকল্পের মনিটরিং এন্ড ডকুমেন্ট অফিসার বনরত্ন, উপজেলা ম্যানেজার আবিদুর রহমান ও এ্যাসোসিয়েট ফিল্ড অফিসার শায়লা মোস্তফা।
সেশনে নবম শ্রেণির বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা অংশ নেয়। আয়োজকরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করে। ছাত্র-ছাত্রীরা যথাসাধ্য উত্তর দেয়ার চেষ্টা করে। উত্তর দেয়া শিক্ষার্থীদের মধ্যে অন্যতম ছিল রিহাম।