মোঃ শরিফুল ইসলাম,লালপুর,নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে মনিহারপুর আদর্শ পাবলিক লাইব্রেরি ও কৃষি পরামর্শ কেন্দ্র সহোযোগিতায় বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সটিটিউট কর্ক্তৃক পরিবেশের ভারসাম্য রক্ষায় ও জলবায়ুর পরিবর্তন রোধে ফলযোগ ও মসলা জাতীয় ৩শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৪ নভেন্বর) সকালে উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়নের মনিহারপুর আদর্শ পাবলিক লাইব্রেরি ও কৃষি পরামর্শ কেন্দ্র এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং মনিহারপুর আদর্শ লাইব্রেরিও কৃষি পরামর্শ কেন্দ্র এর সভাপতি ড . মোঃ ওমর আলী এর সভাপতিত্বে গাছের চারা বিতরণে প্রধান অতিথি উপস্থিত দুড়দুড়ীয়া ইউপির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা।
বিশেষে অতিথি ছিলেন, লালপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রশিদ মাস্টার, পোরশা, নওগাঁ সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাচান, হাবিবুল বাসার বাবু প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.