পেকুয়া প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় বিশ্ব মানবতার মুক্তির দিশারী শফিউল মুজনেবীন হযরত মোহাম্মদ মোস্তাফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভা আগমন উপলক্ষ্যে আজিমুশশান পবিত্র ঈদে-এ মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(০৪ নভেম্বর) জুমাবার সন্ধ্যা ৬টা থেকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারাইয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদে গাউসিয়া কমিটি বাংলাদেশ বারবাকিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের পটিয়া মির্জা আলী লেদু শাহ (রঃ)মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আলী হোছাইন আল কাদেরীর সঞ্চালনায় টেকনাফ রঙ্গীয়াখালী কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা কামাল হোসাইনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে মহানবী হযরত মুহাম্মদ মোস্তাফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর আলোচনা করেন আনোয়ারা চুন্নাপাড়া মনিরুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি মহিউদ্দিন হাশেমী, বিশেষ আলোচক হিসেবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনের প্রয়োজনীয়তা আলোচনা করেন পেকুয়া উপজেলা ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন পরিষদের সভাপতি, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউনুস কাদেরী বলেন, ঈদে মিলাদুন্নবী উদযাপন কোরআন-হাদিস থেকে স্বীকৃত বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য আইন পাস করেছে তারপরও ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আক্কাস মিলাদুন্নবী পালন না করে উল্টো কটুক্তি করেছে ।এই মাদ্রাসা আমাদের মুরুব্বিরা প্রতিষ্ঠিত করেছে কোরআন হাদিসের সঠিক বিশুদ্ধ আক্বীদা শিক্ষা দেয়ার জন্য। মনে আল্লাহ রাসুলের প্রেম ও দেশ প্রেম জাগ্রত করার জন্য। তিনি ছেলে সঠিক শিক্ষা না দিয়ে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটুক্তি ও অবমাননা শিক্ষা দিচ্ছেন। দেশ প্রেমের পরিবর্তে জঙ্গিবাদে আকৃষ্ট করছেন। তিনি জাতির সাথে মুনাফিকি করেছেন তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।অন্যদের মাঝে বক্তব্য রাখেন কক্সবাজার তৈয়বিয়া তাহারিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা শাহাদাত হোসেন আল কাদেরী।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বারবাকিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হোছাইন শামা,ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ নুরুল আনোয়ার,পটিয়া মনসা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক ছৈয়দুর রহমান,ফাঁসিয়াখালী কামিল মাদ্রাসার শিক্ষক নুর মোহাম্মদ বোরহান উদ্দিন, চট্টগ্রাম রিয়াদুল জান্নাত ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ ওমর ফারুক রিজভী, বারাইয়াকাটা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব লুৎফর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.