কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‘‘বঙ্গবন্ধুর দর্শন,সমবায় উন্নয়ন” এ প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে শনিবার (৫ নভেম্বর) নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে সকালে বর্ণাঢ্য র্যালী, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সমবায় র্যালীতে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিনহাজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সমবায় অফিসারসহ সমবায় সমিতির সদস্যগণ অংশ গ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, "বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" এই মূলনীতি নিয়ে প্রান্তীয় জনগণের দারিদ্র্য লাঘবে সমবায় বিভাগ কাজ করে যাচ্ছে। তিনি তার বক্তব্যে কুড়িগ্রামে সমবায় কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে আরও নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করার উপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মিনহাজুল ইসলাম।
আলোচনা শেষে জেলার নিবন্ধিত সমবায়গুলোর মধ্য হতে শ্রেষ্ঠ সমবায়সমূহকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.