বিলালুর রহমান জৈন্তাপুর,সিলেটঃ জৈন্তাপুরে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গত ৫ নভেম্বর শনিবার সকালে জাতীয় সমবায় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও র্যারী অনুষ্ঠিত হয়।
"বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তর আয়োজিত জাতীয় সমবায় দিবস পালন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী।
সভায় প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক শিল্পী আচার্য্য।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) মো: জহিরুল ইসলাম।
ছাত্রনেতা পাপলু দে'র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আসামপাড়া আশ্রয়ন সমবায় সমিতির সভাপতি আব্দুল জলিল, মোহাজীর সমবায় সমিতির সভাপতি আব্দুন নূর, ফতেপুর মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক লাবন্য সরকার, জৈন্তাপুর বাজার বহুুমূখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের, জৈন্তাপুর রিক্সা চালক সমবায় সমিতির সভাপতি নূরুল ইসলাম, যুবনেতা বাদল মনি দও, শেখ কামাল আহমদ, আলমগীর হোসেন ও আসমা বেগম।
অনুষ্ঠানে পবিত্র কোরাআন তেলাওয়াত করেন হাফিজ রফিকুল ইসলাম রায়হান ।
অনুষ্ঠানের শুরুতে
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৫১তম জাতীয় সমবায় দিবসের সুচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, রাষ্ট্র ও সমাজের উন্নয়নে সমবায় আন্দোলন-কে গণমূখি করতে হলে সমবায় সমিতির সকল পর্যায়ের সদস্যদের আরো এগিয়ে আসতে হবে।
সমবায় সদস্যরা বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে নিজে এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.