স্বপন কুমার রায়,খুলনা ব্যুরো প্রধানঃ "বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন " এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দাকোপে ৫১ তম জাতীয়। সমবায় দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ যৌথ ভাবে দিবসটি পালনের আয়োজন করেন।আজ শনিবার ৫ নম্বেবর বেলা ১১ টারদিকে উপজেলা পরিষদ মিলনায়তনে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বগত বক্তৃতা করেন সমবায় দপ্তরের
সহকারী অফিসার লস্কর সাহাবুব রহমান।
অতিথি হিসাবে বক্তৃতা করেন চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌর
পদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার
বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, গাজী,দাকোপ প্রেসক্লাব সভাপতি শিপন ভুইয়া,,সহকারী উপজেলা সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার সরদার, লতা বেগম,শুকতারা সমবায় সমিতির সভাপতি আজগর হোসেন ছাব্বির, রাজিব শেখ।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সমবায়ী নিখিলেশ বর্মন, বিশ্বজিত বালা, গাজী আবুল বাশার, কমলা গাইন, রায়হান শেখ প্রমুখ। সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যানার ফেষ্টুন ও বাদ্যযন্ত্র সহকারে এক বর্ণাঢ্য র্যালী চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।.
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.