এস এম সোহেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের পৌর শহরের গোরস্থান পাড়া
৬ই নভেম্বর (রবিবার) বিকেলে শিহাব ফার্নিচার এই প্রথম নিয়ে এল কাঠ ট্রেটমেন্ট প্রসেসিং সিষ্টাম। উত্তর বঙ্গে এই প্রথম এই কাঠ ট্রেটমেন্ট প্রসেসিং মেশিন প্রতিস্থাপন হওয়ার সকল প্রকার কাঠ এখানে প্রসেসিং করা যাবে।
এই কাঠ ট্রেটমেন্ট প্রসেসিং মেশিন দ্বারা কাঠের আযুশকাল বৃদ্ধি ও কাঠের গুনগত মান বাড়াতে ফার্নিচারের মেয়ার দির্ঘকরতে এই মেশিন খুব কাজ দেবে জানিয়েছেন প্রতিষ্ঠানের মালিক আব্দুল আওয়াল।
প্রায় ১২লক্ষ টাকা ব্যায়ে এই মেশিনে প্রতিনিয়ত কাঠ ট্রেটমেন্ট প্রসেসিং করা যাবে। এই কাঠ প্রসেসিং মেশিনটি অনেক মজবুত এটা প্রায় একশত বছর ব্যবহার করা যাবে।কাঠ এই মেশিনে ডুকিয়ে প্রসেসিং করলে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে রক্ষা পাবে এবং কাঠে প্রায় পঞ্চাশ বছরের মধ্য কোন প্রকার পোকার আক্রমণ হবে না।
এ কাঠ ট্রেটমেন্ট প্রসেসিং মেশিন উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম তাজু।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমান রিপন, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল আউয়াল মন্ডল,বিশিষ্ট ঠিকাদার সৈয়দ তোফায়েল আহম্মেদ এলিন,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রউফ সরকার তপন, প্রকৌশলী লিটন মন্ডল,বিশিষ্ট ব্যবসায়ী আবু আল সাইফ লিপু মন্ডল প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.