এসকে এম হুমায়ুন,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটে ২১ কেজি হরিনের মাংস সহ সুন্দরবনের এক পেশাদার চোরা শিকারীকে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান চলাকালে বেলা ১২ টার দিকে বাগেরহাট পৌরসভার খারদ্বার এলাকা থেকে সাতক্ষীরা জেলার আশাশুনির পেশাদার শিকারী আঃ সাত্তার ওরফে তায়েব আলী সানা (৬১) কে আটক করে তার কাছে থাকা একটি সাদা রংয়ের প্লাষ্টিকের মধ্যে রাখা ২১ কেজি হরিনের মাংস উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে দীর্ঘদিন যাবত সুন্দরবনে প্রবেশ করে হরিন শিকার করে দেশের বিভিন্ন যায়গা মাংস বিক্রি করে আসছিলো।আটকৃত ব্যাক্তির নামে বন আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।উল্ল্যেখ্য ইতোপূর্বেও তার নামে বাগেরহাট সদর মডেল থানায় বন্যপ্রানী আইনে মামলা চলমান রয়েছে।মূলতঃ সে একজন বনপ্রানী নিধন চক্রের সক্রিয় সদস্য এবং পেশাদার হরিন শিকারী ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.