মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলায় ৩ মাদক ব্যবসায়িকে কারাদন্ড প্রদান করা হয়। ৬ নভেম্বর রোববার ঐ তিন জনের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো: সামসুজ্জামান।
জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা পরিচালনা হয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঐ স্থানে ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঐ গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো: আজিজার রহমান (৫১) কে ২৫০ গাঁজার পুরিয়া সহ গ্রেফতার করা হয়। একই সাথে বিধীনাথ বর্মনের ছেলে নারায়ন বম্মর্ন (৪৫) কে গাঁজা সেবনের দায়ে ও আবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৫) কেও একই অপরাধে গ্রেফতার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যামান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.