সাইফুর রহমান শামীম,কুড়িগ্রামঃ ০৭.১১.২০২২
কুড়িগ্রামে দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রক এর আয়োজনে এবং জেলা দুর্নীতি দমন কমিশন দুদক এর সহযোগিতায় ১৮জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এসময় কুড়িগ্রামে দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রক’র সভাপতি এ কে এম সামিউল হক নান্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক জাহাঙ্গীর আলম, জেলা দুপ্রক’র সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ মিলন প্রমুখ।
আলোচনাসভা শেষে জেলার সততা সংঘের মেধাবী ১৮জন শিক্ষার্থীকে ৬হাজার টাকা করে মোট ১ লক্ষ ৮ হাজার টাকাসহ ও উপকরণ হিসেবে ব্যাগ, ছাতা, জ্যামিতি বক্স, স্কেল, খাতা, টিফিন বক্স, পানির বোতল, কলমদানী ও একটি করে পার্স বিতরণ করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.