মেহেরপুর প্রতিনিধিঃ ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর জেলা বিএনপি আয়োজনে সোমবার (৭ নভেম্বর ) বিকেল ৪ টার দিকে শহরের বড় বাজার এলাকায় জেলা বিএনপি’র কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর খান ছাতু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ এখন কাঁকড়ার খোল হয়ে গেছে। দেশের অর্থনীতি ধ্বংসের মুখে,নেই কোনো রিজার্ভ। প্রায় ৬ লক্ষ কোটি টাকা এই সরকার, সরকারের পরিবার ও তার দস্যরা দেশ থেকে পাচার করে নিয়ে গেছে মাত্র নয় মাসের মধ্যে।
তিনি আরো বলেন, দেশের এই অর্থনৈতিক অবস্থা ও দ্রব্যমূলের উর্ধ্বগতি দেখে মানুষ জেগে উঠেছে। মানুষ পায়ে হেঁটে বিএনপির সমাবেশে উপস্থিত হচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ,জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শেখ হুজাইফা ডিক্লেয়ার,জিয়া মঞ্চ মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাড.নজরুল ইসলাম,যুবদল নেতা ইসমাইল হোসেন, যুবদল নেতা ও জিয়া মঞ্চ মেহেরপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি, ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক লিটন উদ্দিন,পৌর ছাত্রদল নেতা ফুর্তি হাসান, মুজিবনগর উপজেলা বিএনপির নেতা সিরাজুল ইসলাম প্রমুখ।
এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনার আগে জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানির নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভা স্থানে শেষ হয়।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.