জাকির হোসেন সুমন,ব্যাুরো চীফ ইউরোপঃ ইতালির পর্যটন নগরী হিসেবে পরিচিত ইওজোলো । বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের পদচারনায় মুখরিত থাকে রাত দিন এ শহরটি। ইতালির বেশ কয়েকটি শহরে বসবাসরত নোয়াখালী বাসীর মিলন মেলার আয়োজন করা হয় ইওজোলো তে।
ইতালির বিভিন্ন শহরে বসবাসরত নোয়াখালীর বিভিন্ন শহরের প্রবাসীরা একত্রিত হন ইওজোলো শহরে। শহরের একটি রেস্তোরাঁয় এ আয়োজনের মুল উদ্দেশ্য ইউকে হতে প্রচারিত ইউরোপের জনপ্রিয় টেলিভিশন আইঅন টেলিভিশনের সি ই ও আতাউল্যাহ্ ফারুক এর ইতালি আগমনে। ইতালির রাজধানী রোম , ভেনিস , পাদোভা , ত্রেভিজো , ভিসেন্সা শহর হতে বিভিন পপশার নিয়োজিত নোয়াখালী বাসী একত্রিত হলে মিলন মেলায় পরিনত হয়। পুরোনো বন্ধু ও গুরুজন দের সাথে আড্ডায় শৈশব স্মৃতি তে ফিরে যান সবাই। বহু বছর না দেখা বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছে পেয়ে আবেক আপ্লুত হয়ে পরেন আতাউল্যাহ্ ফারুক সহ অনেকেই।শাহ উদ্দিন খালেদের সঞ্চালনায় মজার মজার গল্প ও নোয়াখালীর আঞ্চলিক কথায় মেতে উঠেন সকলে। অনুষ্ঠানে মুল আকর্ষণ ছিলেন আতাউল্যাহ্ ফারুক। যাকে এক নজর দেখতে বিভিন্ন শহরে বসবাসরত নোয়াখালী বাসীর এই মিলন মেলার আয়োজন । সকলের উদ্দেশ্যে আতাৎল্যাহ্ ফারুক বলেন , কর্মব্যস্ত জীবনে কিছুটা সময়ের জন্য হলেও আমরা একত্রিত হতে পেরেছি। আমরা সকলে মিলে দেশের মানুষের ও এলাকার উন্নয়নে সকলে মিলে তহবিল গঠন করতে পারি। তিনি আরো বলেন আই অন টেলিভিশনের কোন দলের না , এটা প্রবাসীদের কথা বলার চ্যানেল, আপনাদের সুখ, দুঃখ সফলতা তুলে ধরার জন্য কাজ করছে চ্যানেল টি । বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারনেই আজ আইঅন টেলিভিশন ইউরোপে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। সে সময় আইঅন টেলিভিশনের সি ই ও আতাউল্যাহ্ ফারুক কে নোয়াখালী বাসীর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরিশেষে নৈশভোজের মাধ্যমে মিলন মেলার সমাপ্তি ঘটে ।
প্রকাশক ও সম্পাদক- রবিউল ইসলাম। প্রধান কার্যালয়ঃ ২২ পশ্চিম-ধানমন্ডি, শংকর, ঢাকা-১২০৯। মোবাইল: ০১৭১৫-২০৯৬২৪। ফোন: +৮৮০২৯৫৫১৬৯৬৩ । ই-মেইল: alochitokantho@gmail.com । স্বত্ব © ২০২১ আলোচিত কন্ঠ
Copyright © 2024 আলোচিত কণ্ঠ. All rights reserved.